বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিজন্স ড্রেসেস লিমিটেড-এর শ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় গাজীপুর মহানগরীর টঙ্গীর খাঁপাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদমাধ্যম অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা আন্দোলন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে না সরার কথা জানিয়েন শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সকাল সোয়া ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার কথা জানান তিনি।
বক্তব্যের জন্য সিজন্স ড্রেসেস লিমিটেড কর্তৃপক্ষের সাথে চেষ্টা করে যোগাযোগ সম্ভব হয়নি।
Mobile: 01968639445,Email:Pratidinnews2024@gmail.com
Copyright © 2024 প্রতিদিন নিউজ. All rights reserved.