কে এম সোহেব জুয়েল ঃগৌরনদীর সরিকল ইউনিয়নের ঐতিহ্যেবাহী সরিকল বন্দরে প্রায় দের যুগের বেশি সময় পেরিয়ে গেলেও নুতন ভাবে হাট পরিচালনার ক্ষেত্রে কোন কমিটি তৈরির চিন্তা না করে কতিপয় স্বার্থন্বেশি হাটখেকো লোক নিজ সুবিধা আদায়ের লক্ষে নিজ খেয়াল খুশিমত হাট পরিচালনা করে আসছিলেন।
কিন্তু গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখহাসিনা সরকারের পতনের পর নড়ে- সরে বসছেন ওই বন্দরের দম আটকে আসা কয়েক শতাধিক ব্যাবসায়িরা। তাদের মধ্যে স্বস্তি ফিরে আসার সাথে ভোটাধিকার প্রয়োগে জাগ্রত হয় নুতন কমেটির করে হাট পরিচালনার মধ্য দিয়ে হাটে বিকিকিনি করতে আসা মানুষের মাঝে স্বস্তিও ফিরে আনার নানান প্রকৃয়া।
আর সেই চিন্তে মাথায় রেখেই নবগঠিত কমেটি বাস্তবায়ন করেতে ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় সরিকল বন্দরের ব্যাবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের সভাপতিত্বে ও মোঃ তৈয়বুর রহমান (লিমন) সঞ্চালনায় ব্যাবসায়িদের সাথে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় করেছেন সরিকল ইউনিয়নের নিজ গ্রাম সরিকলের সন্তান বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি 'র চেয়ারপার্সনের নির্ভর যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
তিনি উপস্থিতিদের মাঝে বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলের স্বৈর শাসনকে ভুলে যেতে হবে, কোন প্রকার অন্যায় অবিচারকে বরদাস্ত করবেননা তিনি,কোন ব্যাবসায়ির সাথে জুলুম চলবেনা, বিগত দিনের জুলুম অন্যায় অবিচার আর দুঃশাসনকে মাথা থেকে উপচে ফেলে সঠিক চিন্তে মাথায় নিয়ে ব্যাবসা করতে হবে। অনিয়ম দেখা দিলে কঠর হাতে দমন করবেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী (বিএনপি) এর আহবায়ক সৈয়দ গোলাম ছরোয়ার বিপ্লব, সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক শিকদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোসারফ হোসেন খাঁন প্রমুখ।
সরিকল বন্দর ব্যাবসায়িদের সাঝে, উপস্থিত থেকে বক্তব্য দেন বরিশাল জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক (জিওপি) মোঃ নুরুল আমিন, মোঃ রফিকুল ইসলাম সুজন ,মোঃ মজিবুর রহমান টিটু,মোঃ শহিদুল ইসলাম মাতুব্বর, মোঃ মাওলানা মহিউদ্দিন, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, মোঃ আবুতালেব শিকদার প্রমুখ। বক্তারা বলেন, অতি শিঘ্রই গনতান্ত্রিক প্রকৃয়ার অবাধ সুস্ট ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সুন্দর একটি কমিটি বাস্তবায়নের মধ্য দিয়ে বিগত দিনের স্বৈরশাসনের বদনামকে ধুয়েমুছে নুতন ভাবে হাটের ঐতিহ্য ফিরে আনবেন তারা।
Mobile: 01968639445,Email:Pratidinnews2024@gmail.com
Copyright © 2024 প্রতিদিন নিউজ. All rights reserved.