স্টাফ রিপোর্টার :শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিবুল হাসান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মোঃ মাহফুজুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু সভাপতি রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম, এফ আর মামুন সভাপতি রাজৈর রিপোর্টার্স ইউনিটি,
প্রধান অতিথি তাঁর ভাষণে শিক্ষার্থীদের জ্ঞান চর্চার মাধ্যমে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক হারাধন বালা
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেরিন স্নেহা,দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মানবিক শাখার শিক্ষার্থী ইসরাত জাহান।
অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোড়া মন্ডল ও তার দল, নৃত্য পরিবেশন করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী সিঁথি হালদার। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল, একটি কলম ও চকোলেট দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে কারাতে প্রদর্শন করেন মোহসিনা হাসিবা ছোঁয়া। নৃত্য পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাজিয়ান তামিমা।
Mobile: 01968639445,Email:Pratidinnews2024@gmail.com
Copyright © 2024 প্রতিদিন নিউজ. All rights reserved.