মোঃ তুহিন, গৌরনদী প্রতিনিধিঃ-বরিশালের গৌরনদীতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল চার ঘটিকায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এতে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, বাংলাদেশ সেনাবাহিনী গৌরনদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মোঃ ফয়সাল আহমেদ।
উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জনাব দুলাল রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম, টরকি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বজেন্দ্রেনাথ বিশ্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামাল, বাংলাদেশ জামাত ইসলামির উপজেলা আমির মাওলানা মুহাম্মদ আল আমিন প্রমুখ
এ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল (উত্তর) জেলা সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরীফ। সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মিন্টু মিয়া। পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ফরিদ হোসেন মিয়া। দৈনিক সমকাল প্রতিনিধি খন্দকার মোঃ মনিরুজ্জামান, মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াসউদ্দিন মিয়া, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মোঃ আল আমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মানিক লাল আচার্য্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমে গতিশীলতা আনয়নে সকলের সহযোগিতা কামনা করেন।