নিজস্ব প্রতিবেদক।। বরিশালের উজিরপুরে থামানো কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাস উল্টে ৭ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী মহাসড়ক থানার টিএসআই রুহুল আমিন জানান, ভুরঘাটা থেকে যাত্রীবাহী বাস বরিশালের নথুল্লাহবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের সোনাবাংলা এলাকায় পৌছে খড়ি ভর্তি করা থামানো কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তায় উল্টে গিয়ে ৭ যাত্রী আহত হয়েছে। মহাসড়কের উপর বাসটি উল্টে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়। এক ঘন্টায় চেষ্টায় বাসটি মহাসড়ক থেকে সরানোর পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
টিএসআই রুহুল আরো জানান, আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।