নিজস্ব প্রতিবেদক।। খুব ভোরে উঠে নানুর সঙ্গে ফজরে নানাজ পড়ে লাবিব ইসলাম(৬) পরে নানী ডায়াবেটিসের রোগী প্রতিদিনের মত সকালে রাস্তায় বের হয়। আজ লাবিব ও তার আর এক নাতি লিয়ানকে নিয়ে বের হয় ৩ কিলো কেয়ারী রাস্তায় আমিরাবাদ স্থানে এক আত্মীয় বাসায় নাস্তা করে আসার পথে অটোরিকশায় উঠলে পিছন থেকে অন্য একটি অটোরিকশা ধাক্কা দিলে শিশু লাবিব ছিটকে পরে গুরুতর আহত হয়।
আজ রবিবার (৬ অক্টোবর) সকালে কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার সংলগ্ন আমিরাবাদ সড়কে ঘটনাটি ঘটে।
নিহত লাবিব ইসলাম কুয়াকাটার নবীনপুর গ্রামের বাসিন্দা সংবাদ কর্মী জাকারিয়া জাহিদের বড় ছেলে। শিশুটি কুয়াকাটা খানকায়ে রশিদিয়া আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
স্বজন সূত্র জানায়, তার নানা মো. আইউব আলী শরীফ ওমরা হজ্বে যাওয়ার উদ্দেশ্যে তার নাতিকে দেখার জন্য বাবার বাড়ি থেকে নিয়ে আসেন। নিহত লাবিবের নানী জামিলা খাতুন ডায়াবেটিসের রোগী হওয়ায় প্রতিদিন কয়েক কিলোমিটার হাটতে হয়। আজ সকালে ফজর নামাজবাদ নানী ও নাতি মিলে পায়চারী করার উদ্দেশ্যে বেড় হন। তারা বাড়িতে ফেরার পথে ইজিবাইক যোগে রওনা হন। এসময় পাখিমারা বাজার এলাকার আমিরাবাদ তাদের ইজিবাইকটি সড়কের গর্ত মাড়িয়ে উঠতেই দ্রুত গতির অপর একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই শিশুটি ছিটকে গিয়ে প্রথমে গাছের সাথে মাথায় ধাক্কা লাগে। পরে ইজিবাইকটি উল্টে গেলে তার নিচে চাপা পড়ে শিশুটি। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিলাবিবের মৃত্যুতে শোকের মাতম চলছে আত্মীয় স্বজনের মাঝে
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।