স্টাফ রিপোর্টার :০৫ অক্টোবর,শনিবার, সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আচমন আলী খান অডিটোরিয়াম এ আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রালী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবু বিশ্বজিৎ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজৈর সরকারি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাওসার আলম মিঠু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুব সিকদার, কেজেএস স্কুল এন্ড কলেজে র অধ্যক্ষ বাবু অলিক ধর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক বাবু বরুন মন্ডল এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেরা ও সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।
সভা পরিচালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ। প্রধান অতিথি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক বলেন, শিক্ষকরা রাষ্ট্র ও সমাজের বাতিঘর। আলোচনা সভা শেষে র্যালী সম্পন্ন হয়।