নিজস্ব প্রতিবেদক।।যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য যোগদান করা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুর রহমান রিজভীর সঞ্চালনায় ৭ অক্টোবর সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭০ সালে নির্মিত ভবনটি ফেব্রুয়ারী ২০২৩ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের ততকালীন নির্বাহী প্রকৌশলী এফ এম আনিসুর রহমান ভবন টি ঝুকিপূর্ণ ঘোষণা করে ভবনটি ব্যাবহার না করার পরামর্শ দেন। কিন্তু চিকিৎসা সেবা কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার মতো যায়গা না থাকায় ঝুকিপূর্ণ ভবনেই কার্যক্রম চালাতে হচ্ছে বলে জানান। তিনি ভবনটির এতই জীর্ণ অবস্থা যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।