মোঃ তুহিন গৌরনদী প্রতিনিধিঃ-শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আকন কুদ্দুসুর রহমান।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন বিএনপির বরিশাল জেলা (উত্তর) সদস্য সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিএনপি নেতা মনিরুজ্জামান, বরিশাল জেলা (উত্তর) যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহফুজ মোল্লা, সদস্য সচিব মোঃ মাসুদ, যুবদল নেতা মোঃ মাহতাব, গফুর সরদার, ছত্রদলের পৌর আহবায়ক মোঃ রাসেল প্রমুখ।
এর আগে ১০ অক্টোবর শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জনাব মোঃ আকন কুদ্দুসুর রহমান দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সকল হিন্দু ধর্মাবলম্বীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
একইদিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য গৌরনদীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। এ সময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মুহাম্মদ সম্রাট খান উপস্থিত ছিলেন