মোঃ তুহিন, গৌরনদী প্রতিনিধিঃ-শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ই অক্টোবর শুক্রবার রাতে গৌরনদী উপজেলার বার্থী কালি মন্দির, টরকি, চাঁদশী ও মদিনা স্টান্ডের পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ নয়াপল্টন ইউনিট এর মজলিস সভাপতি মোঃ মোখসেদ হাওলাদার রাকিব, গৌরনদী উপজেলা আমীর মাওলানা মোঃ আল আমিন, সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ শরীফ, বাইতুল মাল ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রুহুল আমিন সবুজ চোকদার, গৌরনদী পৌর আমির মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব বিভাগ সভাপতি হাফেজ মোঃ শফিকুর রহমান সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত নেতারা মন্দির কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও সকল হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক খোজ খবর নেন।
এ সময় হিন্দু সম্প্রদায়ের কোন কেউ যেন কোনোরকম সন্ত্রাসী হামলা ও নির্যাতনের শিকার না হন সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে তাদের পাশে থাকবেন বলে জানান তারা।
এবং শারদীয় দূর্গা উৎসব যেন সুন্দর ও নির্বিঘ্নে করতে পারেন তার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।