রাজারহাটে বাল্য বিবাহের কারিগর কাজী জেল হাজতে
স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রাম জেলা থেকে।এক ছেলে পক্ষে দায়ের করা মামলার শিকার হয়ে জেল হাজতে ঢুকেছেন স্থানীয় বিবাহ রেজিস্ট্রি কাজী সাইফুল ইসলাম ।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত গোবধা গ্রামে । জানা গেছে উক্ত গ্রামের মোঃ মজিবুর রহমানের পুত্র মোঃ আরিফুল হকের (২৬) গত ৩ বছর পুর্বে বিয়ে হয লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উত্তর প্রানপতি তেলিপাড়া গ্রামের একরামুল হকের মেয়ে ইসমোতারা (২৪) এর সাথে । বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল । এরই একপর্যায়ে দু পক্ষের মধ্যস্থতায় ৩ লক্ষ্ ২০ হাজার টাকা দেন মোহর পরিশোধ ধার্য করে সংসার জীবনের ইতি টানতে ডিভোর্স হওয়ার জন্য গত ২২ সেপ্টেম্বর রাতে স্থানীয় কাজী সাইফুল ইসলাম ওরফে বাবুল কাজী বাড়িতে দু পক্ষের লোকজন বসে । ছেলেপক্ষ কাজীর হাতে তিন লক্ষ বিশ হাজার টাকা বুঝিয়ে দেন । কাজি সাইফুল ইসলাম ডিভোর্স লেটার লেখালেখি সম্পন্ন করে ছেলে সহ দুপক্ষের লোকজনের সাক্ষর নেয়। কিন্তু মেয়ে টাকা হাতে না পাওয়া পর্যন্ত স্বাক্ষর দেবেন না বলতে থাকেন। পরে কাজী মেয়ের হাতেই টাকা বুঝিয়ে দিয়ে স্বাক্ষর করতে বলেন, কিন্তু মেয়েটি টাকা নেয়ার সঙ্গে সঙ্গে কাজীর রুম থেকে শর্টকে পড়ে অন্য একটি মোটর সাইকেলের উঠে চলে যায় । এবং মেয়ে পক্ষের লোকজন মুহূর্তের মধ্যে হট্টগোল তৈরি করে একে একে সবাই সটকে পড়েন । এ সময় কাজীকে নীরবতা থাকতে দেখা যায় । নিরুপায় হয়ে ছেলের পিতা মজিবুর রহমান বাদী হয়ে প্রতাররক ১নং আসামী কাজী সাইফুল ইসলাম ও মেয়ে ইসমোতারা সহ ৬ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর মামলা দায়ের করেন মামলা নং ১১৪/২৪ইং।
এ ঘটনায় বুধবার কাজী সাইফুল ইসলামকে (৫০) আটক করে রাজারহাট থানা পুলিশ কোর্টে প্রেরন করেন তাৎক্ষণিক জামিনের আবেদন করলে উক্ত আবেদনটি না মন্জুর জেল হাজতে প্রেরন করেন। রাজারহাট থানার এএসআই নিরঞ্জন বলেন বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।