স্টাফ রিপোর্টার :রামগিরির দুই গালে জুতা মারো তালে তালে, নীতিশ রানের দুই গালে জুতা মারো তালে তালে,
মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে, ভারত মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহা রাজ্যের করা কটুক্তি এবং বিজেপি নেতা নিতিশ রানে রানে কর্তৃক সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, তারিখ : ১২ ই অক্টোবর ২০২৪, শনিবার সময় বাদ আসর স্থান :ইশিবপুর বাজার জামে মসজিদ,হোতে মেইন রোড দিয়ে দিঘীরপাড় পর্যন্ত মিছিল শেষ করেন, মিছিলে অংশগ্রহণ করেন ইশিবপুর বাজার জামে মসজিদের ইমাম সাহেব, ও অন্যান্য মসজিদের ইমাম সাহেব ও খেদমতে খলক স্বেচ্ছাসেবক সংগঠনের আহবায়ক সেলিম রেজা, যুগ্ন আহবায়ক মোঃ আলী শেখ, যুগ্ন আহ্বায়ক হাসান মাহমুদ রাসেল শেখ, যুগ্ন আহবায়ক স্বপন মিয়া, সদস্য মহিবুল হাওলাদার, সহ আরো সদস্যবৃন্দ এবং ইশিবপুরের ধর্মপান মুসলমান বৃন্দ।