নাজমুল হক মুন্না :: উজিরপুর ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে এক জেলেকে এক মাসের কারাদণ্ড দিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের দ্বিতীয় দিনে ১৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় শিকারপুর সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে পূর্ব জয়শ্রী গ্রামের আয়নাল হকের পুত্র মোঃ বাদল হাওলাদার কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান। এ বিষযে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ সংলগ্ন সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরতে নদীতে নামলে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা জাহান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে মৎস্য জীবি মোঃ বদল হাওলাদার কে এক মাসের কারাদন্ড প্রদান করেন। উজিতপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সাজা প্রাপ্ত বাদলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Mobile: 01968639445,E-mail:Pratidinnews2024@gmail.com
Copyright © 2025 প্রতিদিন নিউজ. All rights reserved.