গৌরনদী প্রতিনিধি।। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাহবুব আলম তালুকদার বলেছেন, নির্বাচন কমিশনার সবসময় বিনা পয়সার জনসাধারনের দ্বার প্রান্তে গিয়ে সেবা দিয়ে আসছে। অতি শ্রীঘ্রই হাল নাগাদ ভোটার তালিকার কার্যক্রম শুরু হবে।
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলা স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ,সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী, নবাগত উপজেলা সরকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সায়েদুর রহমান, আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ম্রী, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান, জামায়াতে ইসলাম বাংলাদেশের উপজেলা সেক্রেটারী বায়েজীদ শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতা মোর্শেদ আলমসহ অন্যান্যরা।
শেষে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন।