মোঃ তুহিন, গৌরনদী প্রতিনিধিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ই অক্টোবর দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আজ (২৮/১০/২০২৪) সোমবার বেলা ১১টায় গৌরনদী কলেজ গেইট সংলগ্ন অডিটোরিয়ামে গৌরনদী পৌর যুবদলের আহবায়ক জনাব জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ সরোয়ার আলোম বিপ্লব,
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল (উত্তর) জেলা সদস্য সচিব জনাব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন
বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম কাজল।
গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব মোঃ বদিউজ্জামান মিন্টু।
পৌর বিএনপির আহবায়ক জনাব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন। সদস্য সচিব জনাব মোঃ ফরিদ হোসেন মিয়া।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল (উত্তর) জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব সাইয়েদুল আলম সেন্টু খান এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।