নিজস্ব প্রতিবেদক।। ২০০৬ সালে ২৮ অক্টোবর দেশব্যপী হাসিনা সরকারের লগি-বৈঠার নির্মম আগাতে শহীদের স্মরণে বরিশালের হিজলায় আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকাল ৩টায় উপজেলা সদর বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পূর্ব জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এ্যাড. জহিরুদ্দিন মোহাম্মদ ইয়ামিন, বরিশাল জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আব্দুল কাদের, হিজলা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ¦ সৈয়দ গুলজার আলম, উপজেলা পেশাজীবি সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর হোসেন, জামায়াত নেতা শাহানশাহ চৌধুরী সামু, সাবেক ছাত্রনেতা মাওঃ আবুল কালাম আজাদ জমাদ্দার, সমাজ সেবক আলহাজ¦ মোজাম্মেল হক ভূইয়া, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ বশিরুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক কন্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান। সভায় বক্তারা ২৮ অক্টোবর ২০০৬ লগি বৈঠায় শহীদ ভাইদের হত্যায় জড়িত এবং নির্দেশদাতা হাসিনাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।