বরিশালের মুলাদীতে আওয়ামী লীগ নেতার গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম কাজীর খামারের একটি গোয়াল ঘরে আগুন দেওয়া হয়। এতে তার ৪টি গরু পুড়ে আহত হয়।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার বিকালে আবুল কালাম কাজী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় অভিযোগ করেছেন।
আবুল কালাম কাজী জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পোড়া গন্ধে ঘুম ভেঙে গেলে দেখেন খামারের গোয়াল ঘরে আগুন জ্বলছে। ওই সময় তিন ব্যক্তি খামার থেকে দৌড়ে পালিয়ে যান। পরে দ্রুত গোয়াল ঘরে গিয়ে গরু বের করার চেষ্টা করেন। ওই সময়ের মধ্যে ৪টি গরু পুড়ে যায়। এদের মধ্যে একটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জবাই দেওয়া হয়েছে। বাকিগুলোর চিকিৎসা চলছে। গোয়াল ঘর ও গরু পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। পূর্বশত্রুতার জের ধরে কেউ গোয়াল ঘরে আগুন দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছেন তিনি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।