নিজস্ব প্রতিবেদক।।আগামী ১-৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা ২০২৫ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা। এলক্ষ্যে অদ্য ৩১ অক্টোবর ২০২৪ খ্রিঃ বরিশাল রেঞ্জের ভেন্যু ১০ এপিবিএন, বরিশাল এর ড্রিল শেডে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ নাজিমুল হক; অধিনায়ক ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন জনাব আবু আহম্মেদ আল মামুন, জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বরিশাল মহোদয়সহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথি মহোদয়সহ আগত অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।