সোলায়মান আহমেদ তুহিন, গৌরনদী প্রতিনিধিঃ-বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী বাসষ্ট্যানস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, সমাজ পুনর্গঠনে ইমাম-মুয়াজ্জিন-মাদ্রাসা শিক্ষক সহ আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনে উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সাংসদ এম, জহীর উদ্দিন স্বপন। গৌরনদী জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্যরা। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোফাজ্জেল হক।