কে, এম ,সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ও চরউত্তর ভুতের দিয়া গ্রামের বাবুল হাওলাদারের কন্যা লাকি বেগম ২৮ দীর্ঘ ৭ বছর কিডনী জনিত রোগে আক্রন্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ঃ ৩০ মিঃ ঢাকায় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহে —– রাজেউন। লাকির অকাল মৃত্যুতে খবরে পিতা মাতা আত্বিয় স্বজন সহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় জানাজা শেষে নিজ পিত্রালয়ের পারিবারিক কবর স্হানে তাকে (লাকি,) দাফন করা হয়েছে।
লাকির শোকাহত অসহায় পিতা মোঃ বাবুল হাওলাদার বলেন, আমার কন্যা লাকির অসুস্থতায় যে সকল ভাই ও বন্ধুরা তার কন্যার খোঁজ খবর নিয়ে অর্থ দিয়ে বাঁচিয়ে রাখতে সার্বিক সহোযোগিতার হাত বাড়িয়ে ছিলেন তাদের প্রতি চীর কৃতজ্ঞতা প্রকাশ সহ তাদের সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। তারি সাথে তার কন্যা লাকি বেগমের আত্মার চীর শান্তিও কামনা করছেন তিনি।