দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১০টায় একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব বিভাষ কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার জনান আফসানা শাখী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বাসার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও গবেষক মোঃ ফখরুল আবেদিন তানভীর, দৈনিক সমকাল গৌরনদী উপজেলা প্রতিনিধি খন্দকার মোঃ মনিরুজ্জামান মনির, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা ও গণমাধ্যমের কর্মী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। বৃহত্তর এ যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করতে পারলে বেকারত্ব নিরসনের পাশাপাশি দেশের অর্থনীতিতে এর এক ইতিবাচক প্রভাব পড়বে। ডিজিটাল বাংলাদেশের মূল প্রাণ শক্তি যুব উদ্যোক্তারা। যুব উন্নয়নের মাধ্যমেই প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। তাই এসব উদ্যোক্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক, বৃক্ষরোপন ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিতদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।