1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী২৪ ডটকমের যুগপূর্তি উৎসব উপলক্ষে র‌্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নতুন ইউএনও’র যোগদান গৌরনদীতে অসুস্থ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব খাঁন কে দেখতে  গেলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা -জহির উদ্দিন স্বপন উজিরপুরে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুল ইসলাম রংপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের পর হত্যা, শিক্ষক সহ গ্রেফতার- ২ বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন। মোঃ মিজানুর রহমান পটুয়াখালীতে বিএন‌পির জনসমাবেশ জনসমুদ্রে পরিনত উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মরণসভা অনুষ্ঠিত উজিরপুর থেকে প্রতিবন্ধী কিশোর নিখোঁজ গৌরনদী সরিকলে জাতীয়তাবাদী (বিএনপি) কর্তৃক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে অসুস্থ ১৩ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বান্ধবীর জন্মদিন উপলক্ষে খাবার খেয়ে এসে অসুস্থ হয়ে পড়েছেন একই বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী। এর মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  চার জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আর বাকি ৭ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন- অন্তরা বিশ্বাস (১২), প্রীতি(১২), হিয়া খাতুন (১২), সুরভী (১৩), তৃষা (১৪)। তারা সবাই কালুখালীর দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এছাড়াও সুমিত্রা, তন্দ্রা, জয়া ও নদী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আঁখি (১২) ও রাফিয়া(১৩) এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

জানা গেছে,  বুধবার দুপুরে টিফিনের পর কালুখালীর দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৩ শিক্ষার্থীরা তাদের বান্ধবী স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে তাদের বাড়ি যায়। পরে সেখানে তারা ইলিশ-খিঁচুরি খান। এরপর তারা গান্ধিমারা বাজারের উত্তম সাহার দোকান থেকে কেনা কেক ও চকোবিন খান। এরপর তারা স্কুলে আসার পর একে একে অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শিক্ষার্থীরা জানান-বান্ধবীর জন্মদিন উপলক্ষে তার দাওয়াতে তারা স্কুলের টিফিনের পর বান্ধবীর বাড়িতে যান। সেখানে তারা ইলিশ-খিঁচুরি খান। এরপর জন্মদিনে কেক কাটার আয়োজন না থাকায় গান্ধিমারা বাজারের একটি দোকান থেকে ৫ টাকা দামের কেক ও চকোবিন কিনে খেয়েছিল। এসময় চকোবিনের কিছু প্যাকেটে মেয়াদ ছিল না দেখার পর সেগুলো পাল্টে এনে খেয়েছে। এরপর থেকে তাদের কারও কারও মাথা ও পেট ব্যথা শুরু হয়।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আমাদের মেয়েরা স্কুলের টিফিনের পর বান্ধবীর জন্মদিনে তার বাড়িতে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের কারোর পেট ব্যাথা ও কারোর মাথা ব্যাথা শুরু হয়। আমরা তখনই তাদের হাসপাতালে নিয়ে আসি।

নীলা সিংহ নামের এক অভিভাবক বলেন, আমার মেয়েসহ তার অন্য বান্ধবীরা আজ দুপুরে স্কুলের টিফিনের সময় স্নিগ্ধা নামের অপর এক বান্ধবীর জন্মদিন উপলক্ষে তার বাড়িতে যায়। এসময় তারা ইলিশ খিচুড়ি খায়। পরবর্তীতে আমার মেয়েসহ তার বান্ধবীরা সবাই অসুস্থ হয়ে পড়লে আমরা তাদের সদর হাসপাতালে নিয়ে আসি।

অপর এক শিক্ষার্থীর বাবা জাহাঙ্গীর বলেন, ওই বাড়ির খাবার খেয়ে যেহেতু কেউ অসুস্থ হয় নাই, সেহেতু ধারণা দোকানের খাবার খেয়ে ওরা অসুস্থ হয়েছে। কারণ ওই দোকানে মেয়াদোর্ত্তীণ এবং নিম্নমানের খাবার ছিল।

দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক রেহানা পারভীন বলেন,  টিফিনের পর আমি ক্লাসে গিয়ে দেখি মেয়েরা নাই। কয়েকজনকে জিজ্ঞাসা করলে বলে ওরা স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে ওদের বাড়ি গেছে। পরে ওরা স্কুলে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মেয়েরা স্নিগ্ধাদের বাসায় খাবার খেয়ে দোকানের কেক কিনে খেয়েছে। এখন কি কারণে এই অবস্থা হয়েছে বলতে পারছি না। বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী রাজবাড়ীতে ও দুজন ফরিদপুরে ভর্তি আছে, চার জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আব্দুল হান্নান সকার যুগান্তরকে বলেন, আমাদের হাসপাতালে ৭ জন ভর্তি আছেন। তবে আমরা ধারণা করছি  ফুড পয়েজনিং এর কারণে তারা অসুস্থ হতে পারে। তবে বেলা ১১টার দিকে আবার ডাক্তারদের সঙ্গে রাউন্ডে গিয়ে আরও কিছু জানতে পারবো বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD