1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী২৪ ডটকমের যুগপূর্তি উৎসব উপলক্ষে র‌্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নতুন ইউএনও’র যোগদান গৌরনদীতে অসুস্থ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব খাঁন কে দেখতে  গেলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা -জহির উদ্দিন স্বপন উজিরপুরে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুল ইসলাম রংপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের পর হত্যা, শিক্ষক সহ গ্রেফতার- ২ বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন। মোঃ মিজানুর রহমান পটুয়াখালীতে বিএন‌পির জনসমাবেশ জনসমুদ্রে পরিনত উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মরণসভা অনুষ্ঠিত উজিরপুর থেকে প্রতিবন্ধী কিশোর নিখোঁজ গৌরনদী সরিকলে জাতীয়তাবাদী (বিএনপি) কর্তৃক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

ইসলামি আইন ছাড়া দেশে শান্তি সম্ভব নয়: চরমোনাই পির

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামি আইন বাস্তবায়ন ছাড়া দেশে কেউ শান্তি দিতে পারবে না। বুধবার বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সব ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, সব বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিসহ নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখা ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে ওই বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাও. মুহা. সিরাজুল ইসলাম, মুফতি মো. হাবিবুর রহমান, হাওলাদার মো. সেলিম, কাজী গোলাম সরোয়ার প্রমুখ।

 

প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসকের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।

 

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। দেশ থেকে সব ষড়যন্ত্র, দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে হবে। বিগত হাসিনা সরকারের আমলে দেশে কোনো ভোটারধিকার ছিল না। জনগণ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার সঙ্গে ইসলামী আন্দোলনে কর্মীদের অবদান কম ছিল না।

 

তিনি আরও বলেন, দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিতে আহবান জানান। ইসলামি আইন ছাড়া দেশে কেউ শান্তি দিতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD