ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় মো. ইউনুস বিশ্বাস (৫৯) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপজেলার দপদপিয়া সমঝদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলা জামায়াতের নেতা এবং বরিশাল শহরের পলাশপুরের দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন।
তিনি বাউফল উপজেলার বটকাজল গ্রামের মৃত নবী আলী বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ইউনুস বিশ্বাস তার মোটরসাইকেলে বরিশাল যাচ্ছিলেন। এ সময় অন্তরা পরিবহণ নামের বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ইউনুসকে উদ্ধার করে বরিশাল শেরে -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।