চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার নিশাত বেগ ও তার আপন ভাই মজিবর বেগকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর পারে প্রতিপক্ষ রাজু বেপারী, আকমাল বেপারী, ইমরান হোসেন, রাসেল বেপারী ও শাহরিয়া হোসেনসহ একদল যুবক ইউপি সদস্যর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ইউপি সদস্য ও তার ভাই গুরুতর জখম নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দুপুরে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল গাফ্ফার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রীয়াধীন আছে বলে তিনি জানিয়েছেন।
প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, উপজেলার সাবেক বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কেএম ওবায়দুল বারী দীপু তার বাড়ির সামনের পদ্মার পার এলাকার এক একর জমি বাৎসরিক চল্লিশ হাজার টাকা মূল্য পরিশোধ করে জনৈক আউয়াল মুন্সির কাছ থেকে ভাড়া নিয়ে ভোগ দখলে আছেন।
ঘটনার দিন কতিপয় লোকজন নিয়ে ওই ইউপি সদস্য একই জমিতে দখলে যাওয়ার প্রস্তাব দেয়। এতে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
হামলায় ইউপি সদস্য ও তার ভাই গুরুতর জখম হন এবং তাদের সঙ্গে থাকা ইমরান মোল্যা, নজরুল মোল্যা ও হালিম মৃধা লাঠিসোটার আঘাতে আহত হন।