নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(প্রস্তাবিত) এর উদ্যোগে আলোচনা সভা ও গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের আয়োজনে করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের হাওলাদার বাড়িতে আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(প্রস্তাবিত)এর ডিরেক্টর মোসা.রিনা তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন (মাদার তেরেসা চ্যারিটি) সাদাকো-হাকন আইসিইজি লিঃ ও আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(প্রস্তাবিত) এর চেয়ারম্যান এইচ.এম নাসিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি বিএম বেলাল, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. লিটন খান, টরকি বন্দর বাইতুল সুজুত জামে মসজিদের সাধারন সম্পাদক মো. আবুল ফয়েজ, সমাজ সেবক মো. আবুল কালাম তালুকদার, মো, আলী হোসেন-প্রমূখ। আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকার থেকে আসা ৫০ জন গরিব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Mobile: 01968639445,E-mail:Pratidinnews2024@gmail.com
Copyright © 2025 প্রতিদিন নিউজ. All rights reserved.