গৌরনদী (বরিশাল)প্রতিনিধি।। বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতাকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। শুক্রবার আসামিদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, ৫ আগষ্টের পরে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা পলাতক রয়েছে। বিশেষ পদ্ধতি গ্রহন করে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক পটুয়াখালী জেলার কলাপাড়া পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে গৌরনদী পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রোলান্ড প্রিন্স বেপারী, পৌর ছাত্রলীগের সদস্য মোঃ টিপু ও মোঃ সাকিবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করেছে
।
Mobile: 01968639445,E-mail:Pratidinnews2024@gmail.com
Copyright © 2025 প্রতিদিন নিউজ. All rights reserved.