কেএম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে যুবদল নেতাকে হাতুড়ি পিটা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ঘটনার সমাধান নিয়ে বিএনপির দুই ইউনিয়নের শতাধিক নেতা কর্মিরা সরিকলের বিএনপির পার্টি অফিসে গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জমায়েত হওয়ার দৃশ্য লক্ষ করা গেছে।
ঘটনাটি ঘটেছে ৯ ডিসেম্বর ২০২৪ ইং গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধার পুত্র বিএনপির গৌরনদী উপজেলা যুবদলের সদস্য মোঃ রুহুল মৃধার বেলায়।
এ ঘটনা নিরসনে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল মালেক শিকদারের নেতৃত্বে পাশ্ববর্তী সরিকল ইউনিয়নের বিএনপির সভাপতি রুহুল মৃধার পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধার সমন্বয়ে কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভায় থানা যুবদল নেতা মোঃ রুহুল মৃধা দলিয় স্বার্থে সকল ব্যাথা কষ্টকে ভুলে গিয়ে শিপন ও নাইম উপর চাঁদা দাবি সহ টাকা ছিনিয়ে নেয়া সম্পর্কিত সকল বক্তব্যকে উড্ড করে গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সরিকল ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে মিস্টি মুখর পরিবেশের মধ্য দিয়ে আলোচনার মাধ্যমে নিজদের মধ্যে ভুল বুঝাবুঝির পরিসমাপ্তি ঘটিয়ে ব্যাপক উদারতার পরিচয় দেন যুবদল নেতা মোঃ রুহুল মৃধা।
এ সময় উপস্থিতিতিদের মধ্যে বিএন পির নেতা আবদুল মালেক শিকদার বলেন, নিজদের মধ্যে নিজেরা আত্মকোন্দল করা যাবেনা, কারন আওয়ামীলীগ শত্রুরা এখোনো দেশের ভিতর থেকে বড় ধরনের ষড়যন্ত্র পাকাচ্ছে দেশের ভিতর নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে সে দিকে সকলকে সজাগ থেকে কাজ করতে হবে। আর দলিয় কোন লোক যদি দলের ভিতর বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করতে চান তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এবং মাদক সেবিদের উদ্দেশ্য বলেন, যার মাদকে আসক্ত তারা ভাল হয়ে চলেন অন্যথায় তাদের বিরুদ্ধেও কঠর ব্যাবস্তা নেয়া হবে।