নিজস্ব প্রতিবেদকঃ-মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ভুরঘাটা নিরাময় ক্লিনিকের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০ টায় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হান্নান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন।গৌরনদী ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মদিনা মেডিকেল এন্ড ডক্টর চেম্বার এর পরিচালক মোঃ সোলায়মান তুহিন।
বক্তব্য রাখেন ক্লিনিকের পরিচালক নাসিমা আক্তার সুমা,আবাসিক চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম তাইফ।
ফ্রী মেডিকেল ক্যামপেইনে সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত গাইনী, চর্ম, যৌন, মা ও শিশু সাস্থ বিষয় মোট ৪৬ জন রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।বক্তারা গরিব ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান, সর্বাধুনিক চিকিৎসা ও নির্ভুল রিপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি বক্ত করেন।