1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ০২ জন ডিমলায় খগা খড়িবাড়ি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজস্ব লোককে সভাপতি করার অভিযোগ ইন্ডিয়ান অরিগামিস্ট এর উদ্যোগে এবং বিপ্রদাস চ্যাটার্জির পরিচালনায়… অরিগামি গ্রুপ প্রদর্শনী খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যান সভা অনুষ্ঠিত নীলফামারীতে মেডিকেলে ভর্তি পদ্ধতিতে কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল দীঘিনালায় অবৈধ দুই ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা গৌরনদীতে ১১বোতল ফেনসিডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হাতীবান্ধা ক্লিনিকে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে ট্রাম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে, রানুছায়া মঞ্চে ট্রামের উপর অংকন ও কবিতা প্রতিযোগিতা

বাবরের কীর্তির দিনে বিপর্যয়ে পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান স্পর্শ করে নতুন এক কীর্তি গড়েছেন। তবে তার এমন অর্জনের দিনটি সুখকর হলো না দলের জন্য। প্রোটিয়া পেসারদের তোপের মুখে রীতিমত বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ১৮৯ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছে শান মাসুদের দল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। এদিন টেস্ট ক্যারিয়ারে ৪,০০০ রান পূর্ণ করতে বাবরের প্রয়োজন ছিল মাত্র তিনটি রান। করবিন বোশের বলে একটি বাউন্ডারি হাঁকিয়েই ওই কীর্তি গড়েন তিনি।

ডানহাতি এই ব্যাটার বোশের একটি নিচু হয়ে আসা ফুল টস বলটি স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি পার করে তার মাইলফলক ছোঁয়ার আনন্দ উদযাপন করেন।

 

 

সেই সঙ্গে অসাধারণ এই অর্জনের মাধ্যমে বাবর সেই বিশেষ খেলোয়াড়দের তালিকায় নাম লেখালেন- যারা একই সঙ্গে টেস্টে ৪,০০০ রান, ওয়ানডেতে ৫,০০০ রান এবং টি-টোয়েন্টিতে ৪,০০০ রান করেছেন। এই তালিকায় তিনিই কেবল তৃতীয় খেলোয়াড়, যিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই ৪,০০০-এর বেশি রান করেছেন।

তবে দুঃখজনকভাবে ওই চার রানেই শেষ হয় বাবরের প্রথম ইনিংস। ১১ বল খেলে প্যাটারসনের বলে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি।

কাকতালীয় বলেন বা মজার ব্যাপার বলেন, এদিন বাবর আজমের ইনিংস শুরু আর শেষের সঙ্গে জড়িত করবিন বোশ আর ডেন প্যাটারসনই গোটা পাকিস্তান দলের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ান।

এই দুই পেসারই ধসিয়ে দেন সফরকারীদের ব্যাটিং লাইন। ভাগ করে নেন ৯ উইকেট। এর মধ্যে শেষের জনই ছিলেন একটু বেশি ভয়ঙ্কর। মাত্র ৭ম ম্যাচ খেলতে নামা প্যাটারসনই এদিন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার ঝুলিতে পোরেন।

কম যাননি অভিষিক্ত করবিন বোশও। ৩০ বছর বয়সি এই পেসার নেন ৪টি উইকেট। যার ফলে স্কোরবোর্ডে রান দুইশ জমা হওয়ার আগেই ৯ উইকেট খোয়ায় পাকিস্তান।

এর আগে, দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং পিচের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে। দারুণ বোলিংয়ে পাকিস্তানকে কোণঠাসা করেন ফেলে স্বাগতিক বোলাররা।

যার ফলে চা বিরতির আগেই ৯ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শান মাসুদের দল। সংগ্রহ করেছে ১৮৯ রান। দলের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন কামরান গুলাম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে আমের জামালের ব্যাট থেকে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD