সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধিঃ-গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃমিরাজ হোসেন এর উদ্যোগে আয়োজিত আরফাত রহমান কোকো ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সন্ধায় মেদাকুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বরিশাল উত্তর জেলা শাখার সদস্য সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলা-ধুলা দারুন ভূমিকা রাখে। এছাড়া তিনি আরো বলেন তরুণ প্রজন্ম কে মাদক মুক্ত রাখতে এই ধরনের টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করা দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মোল্লা মাহফুজ,
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান মিঠু, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মোঃ জামাল হাওলাদার,
স্থানীয় বিএনপি নেতা আক্কেল আলী সরদার, মোহাম্মদ কবির হোসেন সহ বিএনপি, ছাত্রদল, যুবদল এর নেতৃবৃন্দ।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন দল গৌরনদী টিমের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার এলইডি টিভি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জহরুল ইসলাম জহির।