1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২২ জুন ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের বামরাইলে দীর্ঘ একযুগ পরে বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন, নেতাকর্মীদের ঢল দেশ বাঁচাও গণমঞ্চের ডাকে, কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করলেন ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো, ইসকনের জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা উৎসব সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  সলঙ্গাতে মোটরসাইকেল আরোহী নিহত ডিমলা থানায় ধর্ষণের চেষ্টা মামলার অভিযোগ না নেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন গৌরনদীতে জিয়া সাইবার ফোর্স এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা সিরাজগঞ্জের- ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  মনোনীত প্রার্থী প্রফেসর শায়েখ ড. আব্দুস সামাদ জানায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা  ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের উদ্যোগে, ন্যায্য বিচার ও অধিকারের দাবীতে ধিক্কার মিছিল ও পথসভা বরানগর ন – পাড়া দাদাভাই সংঘের খুঁটিপুজো ২২তম বর্ষে পদার্পণ করল

১৩৪ তম জন্ম দিবস উপলক্ষে, দক্ষিণেশ্বর আদ্যাপীঠে, ৩০০০ কম্বল ও পাঁচ হাজার কাপড় বিতরণ করলেন দুস্থদের

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা।
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

গতকাল ১৮ই জানুয়ারী শনিবার, দক্ষিণেশ্বর আদ্যাপীঠে, ঠিক সকাল নয়’টায় পালিত হল, ১৩৪ তম জন্মদিন উপলক্ষে সর্বজনীন ভ্রাতৃত্ব ও সকল ধর্মের সম্প্রীতি শীর্ষক একটি সেমিনার এবং তাহার সাথে সাথে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের‌ শতবর্ষ ও ১০৪তম সিদ্ধোৎসব উদযাপন ও মন্দিরের ৫৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, প্রায় পাঁচ হাজার কাপড় এবং ৩০০০ কম্বল বিতরণ করলেন দুস্থদের হাতে, ছাড়াও ভোগের আয়োজন করা হয়।। 

একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়, যে সকল অতিথিরা আজকে মঞ্চ আলোকিত করেছিলেন, তাহাদেরকে উত্তরীয় ব্যাচ এবং শাল, পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ভাবে পরিচালনা করেছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ট্রাস্টের সাধারণ সম্পাদক ম্যুরাল ভাই এবং সভাপতি কাম ম্যানেজিং ট্রাস্টের ব্রহ্মচারী রিতেন ভাই।

উপস্থিত ছিলেন মঞ্চে , কামারহাটি পৌরসভার কাউন্সিলর গোপাল সাহা, উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি, শিশু সুরক্ষা মন্ত্রী শশী পাঁজা, আইপিএস ও সিপি ব্যারাকপুর অলোক রাজোরিয়া, এস ডি ও ব্যারাকপুর সৌরভ বারিক, সাংসদ ও অধ্যাপক সৌগত রায়, ডিএম বীরভূম বিধান রায়, মেয়র ইনচার্জ বিধান নগর কর্পোরেশন রাহিমা বিবি মন্ডল, এম ডি পিয়ারলেস জেনারেল ইনভেসমেন্টের জয়ন্ত রায়, সমাজসেবী অসিত চ্যাটার্জী, বিধায়ক রাজারহাট তাপস চ্যাটার্জি, বিধায়ক পরেশ পাল, বিধায়ক মদন মিত্র, কনভেনর ও সেক্রেটারী ওয়েস্ট বেঙ্গল শ্রেয়া পান্ডে, এক্স জর্জ হাইকোর্ট অশোক সেন, এক্স জর্জ হাইকোর্ট তপন মুখোপাধ্যায়, অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বোস, দক্ষিণেশ্বর কালী মন্দির সেক্রেটারী কুশল চৌধুরী, এমডি ইমামি ফাউন্ডেশন এর সুশীল কুমার গোয়েঙ্কা , ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু বোস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক অতিথিরা সকল দুস্থদের হাতে কাপড় ও কম্বল তুলে দেন, দূর দূরান্ত থেকে অগণিত দুস্থ মানুষ জমায়েত হয়েছিলেন এই দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। এই ধরনের কর্মকাণ্ডকে স্বাগত জানান উপস্থিত সকল অতিথিবৃন্দ, তাহারা বলেনি শীতের সময় একটা কম্বল উপস্থিত দুস্থ মানুষের অনেকটা কাজে লাগলো, যারা ভিক্ষা চেয়ে দিন আনে দিন খায়, বাড়ির ছেলে মেয়েদের কোন ভাবে খাইয়ে দিন যাপন করে তাহাদের কাছে এই সামান্যতম উপহার হয়তো অনেকটা কাজে আসবে। ঠান্ডার হাত থেকে মুক্ত হবে, কিছুটা হলেও, তাই আমরা জন্মদিবস উপলক্ষে এইরকমই একটা কর্মকাণ্ডের আয়োজন করেছি, এই কর্মকাণ্ডকে সকলে বাহবা জানালেন, এত জন দুষ্ট মানুষের হাতে এইভাবে জিনিসপত্র তুলে দেয়ার জন্য, তো তাই নয় উপস্থিত সকল ভক্তদের মায়ের ভোগ খাওয়ার ব্যবস্থা করেছেন। বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে বলে জানা যায়।

দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টের কর্মকর্তা ম্যুরাল ভাই জানালেন, মায়ের ইচ্ছায় এই কর্মকাণ্ড, আমরা নিমিত্ত মাত্র, তাই ইচ্ছাতেই এতগুলি দুস্থ পরিবারের মানুষ একত্রিত হয়েছে, রাত তাহাদের হাতে সামান্য কিছু কম্বল ও শাড়ি তুলে দিয়েছি। কৃতজ্ঞতা জানবো আজকে যে সকল অতিথিবৃন্দ আলোকিত করেছেন। হবার সহযোগিতা না থাকলে কখনোই কোন অনুষ্ঠান করা সম্ভব নয়, সবাইকে নিয়েই পথ চলা ।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, (পশ্চিমবঙ্গ)

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD