নিজস্ব প্রতিবেদক, তারুন্যের উৎসব ২০২৫ইং উপলক্ষে গৌরনদী উপজেলা পরিষদের “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন খান, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাদ হান্নান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি, ফকরুল আবেদীন তানভীর, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম, ইউনিয়ন প্রমূখ। বক্তারা সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধি, ফকরুল আবেদীন তানভীর, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম, শিক্ষার্থী মোঃ রনি ও সায়মা আক্তার প্রমূখ।