খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জানুয়ারী ১০ টায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার কল্যান সভায় সভাপতিত্ব করেন।সভার শুরুতে বিগত কল্যান সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত বাস্থবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমষ্টিগত দাবী দাওয়ার বিষয়ে পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো পুরনে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন। এর পর বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে ৯ জন পুলিশ সদস্য অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করেন। সভায় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম শীতকালীন সাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। সুসাস্থ্যের জন্য শীতকালীন সবজি ও ফলমুল খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এসময় পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার তার বক্তব্য বলেন, শীতে সুস্থ থাকার জন্য সবাইকে পুষ্টি সম্মত খাবার খেতে হবে। পুলিশ সদস্যদের সমষ্টিগত যেকোন সমস্যা সমাধানের জন্য মাস শেষে কল্যান সভার অপেক্ষা না করে তাৎক্ষনিক ভাবে তা সমাধানের ব্যাবস্থা করা হবে।খুলনা মহানগরীর আইন শৃংখলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিক ভাবে একযোগে কাজ করতে আহবান জানান। এ সময় কল্যান সভায় উপস্থিত ছিলেন, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুবউদ্দিন সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স।