নিজস্ব প্রতিবেদক।।বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ০২ জন
বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: ছগির হোসেন এর নেতৃত্বে এসআই/ মোঃ মেহেদী হাসান, এএসআই/ মোঃ মহসিন সবুজ, কং/৩৭৬ রুহুল আমিন, কং/৬০৬ মোঃ আকিদুর রহমান, কং/৫৩৮ মোঃ সাইফুল ইসলাম এবং কং/১১২০ মো: মোজাম্মেল হক গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারী ২০২৫ খ্রি. ১১.৩০ ঘটিকয় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩ নং ওয়ার্ডস্থ সরদার পাড়া রোডের তাহরিকুল ইমান মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। আবু হাসান গাজী (৩৭), পিতা-মৃত আবু বক্কর গাজী, মাতা-মমতাজ বেগম, সাং-বালিয়া ডাঙ্গা, মাঠপাড়া, ০৪ নং ওয়ার্ড, ফতেহপুর ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর এবং ২। মো: কামাল হোসেন হাওলাদার @ মেঝ কামাল (৫২), পিতা-মৃত আমজাদ হাওলাদার, মাতা-মৃত ফকরুন নেছা, সাং-সরদার পাড়া, বিসিসি ২৩ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশাল দ্বয়ের হেফাজত হতে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।