চরফ্যাসনে অবৈধ জাল উচ্ছেদকরণে বিশেষ কম্বিং অপারেশন
চরফ্যাসন ॥ ভোলার চরফ্যাসনে মৎস্য সম্পদ বিনিষ্টকারী বিভিন্ন প্রকার অবৈধ জাল ও সরঞ্জাম উচ্ছেদকরণের লক্ষ্যে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনী’র সমন্বয়ে বিশেষ কম্বিং অপারেশন চলছে। বিশেষ কম্বিং অপারেশনের
প্রথম ধাপে (১২-১৯ জানুয়ারি) ১৬ টি অভিযানে ১০৭টি বেহুন্দি জাল, ২৩ হাজার মিটার কারেন্ট জাল, ১৪টি চর ঘেরা জাল আটক করে ধ্বংস করা হয় এবং ৯ টি অবৈধ সরঞ্জাম(এংকর) আটক করে ২০ হাজার টাকায় নিলাম করা হয়। এ সময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জাটকা ও সামুদ্রিক মাছের ডিম, লার্ভি ও পোনা রক্ষায় আমরা বদ্ধপরিকর। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, মশারি জাল, চরঘেরা জাল, বেড় জাল, কারেন্ট জালসহ প্রভৃতি ক্ষতিকারক জালের ব্যবহার রোধে এ অভিযান অব্যাহত থাকবে।