জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীকে পার্টির যুগ্ম মহাসচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ (মঙ্গলবার) এই পদমর্যাদা প্রদান পত্রে স্বাক্ষর করেছেন।
এতে বলা হয়, এখন থেকে খন্দকার দেলোয়ার জালালী যুগ্ম মহাসচিব পদমর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।