1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টের আদেশ অমান্য করে গৌরনদীতে প্রকল্প কাজ চলমান,স্থানীয় প্রশাসন নির্বিকার নুরুল ইসলামের সৃষ্টি বলেই গণ-অভ্যুত্থানে পথ হারায়নি যুগান্তর মেঘনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩ গণ–অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, মিরপুর রোডে যান চলাচল বন্ধ ফারুকের লক্ষ্য ‘নেক্সট’ বিপিএল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল ও আমির খসরু ৬তম বর্ষে পদার্পণ করলো, বাগদেবীর আরাধনায় ,বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাব কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত  কুষ্টিয়ার দৌলতপুরে শ্রমিক ছাউনিতে বোমা হামলা হৃদয় রায়হান বাবুগঞ্জে আদালতের আদেশ থাকা সত্বেও নিজ জমির গাছ কাটতে বাঁধা

কলেজের অ্যাডহক কমিটি নিয়ে অসন্তোষ, সভাপতিকে পদত্যাগে আলটিমেটাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। দিয়েছে নতুন সভাপতিকে পদত্যাগে আলটিমেটামও। দাবি না মানলে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের হুঁশিয়ারি।

বুধবার সকালে কলেজ মাঠে মানববন্ধন করে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি কাউকে না জানিয়ে গোপনে জসিম উদ্দিনকে অ্যাডহক কমিটির সভাপতি করা হয়। এতে তাকে সহায়তা করেছেন কলেজটির অধ্যক্ষ রুহুল আমিন। শিক্ষার্থীরা জানান, নতুন সভাপতি আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। ছাত্রজীবনে শিক্ষক লাঞ্ছিত করে বহিষ্কার হয়েছেন তিনি।

জানা গেছে, কমিটির  বিষয়টি প্রকাশ্যে আসে গত ১১ জানুয়ারি। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। হয়েছে বিভিন্ন কর্মসূচিও। এতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সিও। এর জেরে গত ২০ জানুয়ারি নজরুলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন জসিম উদ্দিন। তবে তার দাবি, ছোট ভাইকে মারধরের ঘটনায় তিনি মামলা করেছেন।

এদিকে ওই মামলার ঘটনায় বুধবার দুপুরে চরমোন্তাজ স্লুইস বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। সভায় বক্তারা বলেন, কমিটি বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে নজরুল অংশ নেওয়ায় ক্ষুদ্ধ হয়েছিলেন সভাপতি জসিম। প্রতিক্রিয়ায় মামলা করেছেন তিনি। এ সময় অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

এ প্রসঙ্গে জানতে জসিমকে ফোন করলে তিনি নিজেকে উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষ নজরুল এসব করছেন। নজরুলের পছন্দের ব্যক্তি সভাপতি না হাওয়ায় তিনি ক্ষুব্ধ। আমার ছোট ভাই রিয়াজকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।’

এ বিষয়ে নজরুল বলেন, ‘নাটক সাজিয়ে জসিম আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় রয়েছেন। এলাকাবাসী এ ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD