1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, ৭ জনকে কুপিয়ে জখম নাগেশ্বরীতে মন্দিরের নামে লুটপাট ও স্বেচ্ছাসেবীদের অসম্মান: শুকলা-তাপসীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি নলছিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ  নীলফামারীতে চীনের দেওয়া উপহার ১০০ সয্যার হাসপাতাল নির্মানের উদ্যোগ গ্রহণ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবু জাফর ডিমলায় বাজার অবকাঠামোর দক্ষতা উন্নয়নে প্রভাতী প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে জেলা পর্যায়ে “জাতীয় শিক্ষা পদক ২০২৫” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গৌরনদী নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসবিদ ও গবেষক  এম. আর মাহবুব এর স্মরনে র‍্যাব-১৩ বিশেষ অভিযানে দিনাজপুর থেকে ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার নীলফামারীতে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানের দুর্নীতি রোধ ও সেবার স্বচ্ছতা আনতে গণশুনানি উপলক্ষে সংবাদ সম্মেলন

ইউএনওর উদ্যোগ বদলে গেছে গৌরনদীর নাগরিক সেবার চিত্র

কে এম সোহেব জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

কে এম সোয়েব জুয়েল,বরিশাল:: সাধারণ মানুষের মুখে অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যায়। কিন্তু বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান সেই তালিকার বাইরে। তার ‘জনসেবার’ মানসিকতার ফলে বদলে গেছে উপজেলার নাগরিক সেবার চিত্র। দাপ্তরিক কর্মকাণ্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। এই কর্মকর্তার ব্যবহারেও খুশি উপজেলার বাসিন্দারা।

আবু আবদুল্লাহ খান ২০২৩ সালের ২৪ আগস্ট গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দেন। তিনি যোগদানের পর থেকেই সততা ও ন্যায়ের সঙ্গে কাজ সামলে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর ‘নানা কারণে মাঠ প্রশাসনে কাজের চাপ বেড়েছে। উপজেলা প্রশাসন সামলানোর পাশাপাশি উপজেলা পরিষদ, পৌরসভায় দায়িত্ব পালন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদে থাকার কারণে ইউএনওদের ব্যস্ততা আগের তুলনায় বেড়েছে। কিন্তু চাপ থাকলেও এ উপজেলার নাগরিক সেবার মান কমেনি। বরং আগের চেয়ে অনেক বেড়েছে। আর সেটা ইউএনও আবু আবদুল্লাহ খানের ভূমিকায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ‘পতনের পর মাঠ প্রশাসনে অস্থিরতা দেখা দেয়। সবাইকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রাখেন ইউএনও আবু আবদুল্লাহ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যের ‘বিপণন কেন্দ্র ও কৃষি কর্নার স্থাপন করেন তিনি, যা বেশ প্রশংসা পায়। এ ছাড়া উপজেলা মডেল
পাঠাগার, গৌরনদী ক্লাব অ্যান্ড সোসাইটি চালুকরণ, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে ডিবেটিং ক্লাব, ইংরেজি ভাষা শিক্ষা ক্লাব ও বিজ্ঞান ক্লাব স্থাপনের উদ্যোগ তিনি। নিয়েছেন

ভূমি সেবায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। এ উপজেলায় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এক দিনের মধ্যে নামজারি কার্যক্রম সম্পন্ন হচ্ছে ইউএনওর নির্দেশনায়, যা বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া পরিবেশ রক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে খাল-নালা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব বিষয়ে ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। যেখানেই চাকরি করেছি, সবসময় নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, যেদিন এখানে যোগদান করেছি, সেদিনই বলেছি এ উপজেলা আমার। যতদিন আছি এভাবে সেবা দিয়ে যেতে চাই। সবার সহযোগিতায় গৌরনদীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী ইউএনওরা নিরলস কাজ করে যাচ্ছেন। সবার সহযোগিতায় আমরা সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD