৭৬ তম প্রজাতন্ত্র দিবসে প্রাক্কালে, বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড এর পরিদর্শন রেড রোডে, আজ ২৫শে জানুয়ারী শনিবার, কলকাতা রেড রোডে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চলছে শেষ প্রস্তুতির তোর জোর, ডেকোরেটরের কর্মী থেকে শুরু করে, মাইক ও সাউন্ডের লোকেরা এবং রঙের মিস্ত্রিরা অনুষ্ঠানের সব কাজ শেষ করার চেষ্টা করছেন। চলছে রং করা থেকে চেয়ারপাতা ও কাপড় বাঁধার কাজ। অন্যদিকে বোম স্কোয়ডের অফিসারেরা এবং ডগ স্কোয়াডের অফিসারেরা কুকুর ও মেটাল ডিরেক্টর নিয়ে রেড রোডের অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন এবং পরীক্ষা করছেন। ৫-৬ টি কুকুর এক একটি ভাগে বিভক্ত হয়ে ও মেটাল ডিরেক্টর অফিসারেরা সাথে নিয়ে সমস্ত অনুষ্ঠান স্থল পরীক্ষা-নিরীক্ষা করছেন। যাহাতে কোনরকম অপ্রীতিকর বস্তু পড়ে না থাকে ঘটনাস্থলে , কোনরকম দুর্ঘটনা না ঘটে, সাথে সাথে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অফিসারেরাও উপস্থিত আছেন, শুধু তাই নয় অনুষ্ঠানস্থলে যে সকল খুঁটিগুলি পোতা হয়েছে সেগুলিও এক একটি করে পরীক্ষা করছেন কুকুর ও মেটাল ডিরেক্টর দিয়ে। আগামীকাল ভোর থেকেই অনুষ্ঠানস্থলে সি এম থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক সাংসদ , এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী , সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করবেন, এবং বিভিন্ন অনুষ্ঠান ও বক্তৃতা চলতে থাকবে। তাই সুন্দর তেরোনা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে রেড রোড। আগামীকাল রেড রোডের মতো ৭৬ তম প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে পালিত হবে একইভাবে, এবং সমস্ত দেশ জুড়ে চলবে বিভিন্ন অনুষ্ঠান ও বক্তৃতা।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ