মোঃ বাদশা প্রামানিক :: জলঢাকার শৌলমারী ইউনিয়নের স্থানীয় জনগণ, উপজেলা প্রশাসন ও ১০ নং শৌলমারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুড়ি তিস্তা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুম্মা নীলফামারীর জলঢাকার ১০ নং শৌলমারী ইউনিয়নের মরহুম হাজী আজিজুর রহমান চেয়ারম্যানের বাড়ির পূর্ব পাশ্বে বুড়ি তিস্তা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন।আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য সহ সাধারণ ব্যক্তিবর্গ। প্রধান অতিথির ভাষণে জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন , এলাকাবাসীর কাঁন্না হিসেবে খ্যাত এই জায়গায় ব্রিজ নির্মাণ হলে, এলাকাবাসীর দীর্ঘদিনের বিড়ম্বনার অবসান ঘটবে। এই নদীর দুইপাশের মানুষের যোগাযোগ, লেনদেন, ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক কাজকর্ম সহজ হবে।আমি আশা করি এলাকাবাসীর সহযোগিতায় এই ব্রিজের নির্মান কাজ নির্ধারিত সময়ে শেষ হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবসান ঘটবে।