নাজমুল হক মুন্না, উজিরপুর, :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে অংশীজনদের ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত।
২৫ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় মুণ্ডপাশা এস ডিএফ কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিআরএসএস এর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সিনথিয়া তন্নী সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী মোঃ সোহেল হোসেন, মিতা রানি ঘরামি,রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী নমিতা সেন গুপ্তা, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন পুষ্টিকর খাদ্যের মাধ্যমে নিয়ম কানুন জেনে শিশুর পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। আর সঠিক পরিচর্যা করতে পারলে বিকাশিত মেধাবী মানুষ করে গড়ে তোলা সম্ভব। তাই পুষ্টি সমৃদ্ধ খাবার চিনতে আর জানতে হবে। একই সাথে খাদ্য নিরাপত্তায় শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে।