
নিজস্ব প্রতিবেদক ::ঐতিহ্যবাহী গাউসুল আজম জামে মসজিদে জাতীয় কিরাত প্রতিযোগিতা ও কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বাংলাদেশের প্রবিন কারীদের সমন্বয়ে গঠিত সংগঠন,(বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত) বাংলাদেশ কারী সমিতি কর্তৃক বরিশালের কৃতিসন্তান শাইখ মাসউদ বিন মোস্তফা হাফিজাহুল্লাহ কে বরিশাল বিভাগীয় সভাপতি ও প্রধান কারী হিসেবে নিয়োগ করেন,উক্ত নিয়োগ প্রক্রিয়া গত মঙ্গলবার(১৪-১-২৫) তারিখ ঐতিহ্যবাহী গাউসুল আজম জামে মসজিদে জাতীয় কিরাত প্রতিযোগিতা ও কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিলাওয়াত জগতের কিংবদন্তি ও সুপরিচিত বক্তা শাইখ কারী হাবিবুল্লাহ বেলালী দাঃবাঃ, লন্ডন প্রবাসী হাফলাতুল কোরআন ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা শাইখ আহমাদ হাসান দাঃবাঃ, এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য কারী এ কে এমন ফিরোজ সাহেব, বিজ্ঞ বিচারক শাইখ কারী জহিরুল ইসলাম সাহেব, শাইখ শুআইব মুহাম্মাদ আল আযহারী দাঃবাঃ, কারী আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ, শাইখ আব্দুল্লাহ দাঃবাঃ, সভাপতি কারী হাবিবুর রহমান সাহেব দাঃবাঃ,কারী মুশফিক বিন মোস্তফা সাহেব সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বেক্তিগন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে তার তিলাওয়াত শুনেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দুআ করেন।
শাইখ মাসউদ বিন মোস্তফা বাংলাদেশ সেনাবাহিনীর আযান ও কিরাত টিম কে সুনামের সাথে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছেন, শাইখ মাসউদ বিন মোস্তফা বরিশালে মাসজিদ ভিত্তিক কুরআন তিলাওয়াত এর প্রোগ্রামের প্রচলন শুরু করেন,যা বর্তমানে খুবই সুনামের সাথে চলমান রয়েছে আলহামদুলিল্লাহ,তিনি তার নিজের প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান (শাইখ মাসউদ ইসলামিক রিসার্চ সেন্টার) এ খিদমাতে নিয়োজিত রয়েছেন, বরিশালবাসির পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি, আল্লাহ তায়ালা তাকে দীনের ও কুরআনের খাদেম হিসেবে কবুল করেন আমিন।