হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয়ে ৭৬তম বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি-এস সরফুদ্দিন আহমেদ সান্টু
রিপোর্টার শামীম মীর।। বরিশালঞৌ জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড-মোড়াকাঠী (এইচ.এম) ইনস্টিটিউশনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৭৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় হস্তিশুন্ড-মোড়াকাঠী (এইচ.এম)ইনস্টিটিউশনে ৭৬তম বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি এ.এস.এম তারিক বিন হক সবুজ মোল্লার সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যগ্লুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, মোঃ সরোয়ার হোসেন মৃধা সরদার সিদ্দিকুর রহমান,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ এবিএম সাইদুল ইসলাম, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আঃ হালিম হাওলাদার,বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন সিকদার,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,সাংবাদিক মোঃ সুমন বালী। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক বৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী। এসময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।