মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে নীলফামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী মুমূর্ষ রোগী, অসহায় বাচ্চা ও অতদরিদ্রদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নীলফামারী সদর উপজেলা প্রশাসনের হলরুমে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এডিবি ও ইউপিডিএফ খাত হতে সমাজের অবহেলিত, দুস্থ গরিব, অসহায় শিশু, নারী-পুরুষ, প্রতিবন্ধী ও মুমূর্ষ রোগীদের বিভিন্ন মালামাল উপহার দেওয়া হয়। এ সময় প্রতিবন্ধী ও মুমূর্ষ রোগীদের দেওয়া হয় হুইল চেয়ার, গরীব ও অসহায় বাচ্চাদের দেওয়া হয় বাইসাইকেল, দুস্থ মহিলাদের দেওয়া হয় সেলাই মেশিন, হতদরিদ্রদের দেওয়া হয় সিলিং ফ্যান ও তরুণদের জন্য খেলার সামগ্রী ক্রিকেট ব্যাট সেট, ব্যাডমিন্টন সেট, ভলিবল ও ফুটবল। প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দেশের এইসব অবহেলিত অসহায় মানুষদের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।সমাজের পশ্চাৎগামী এসব মানুষকে দেশের উন্নয়নের কাজে লাগাতে পারলেই তবেই দেশের উন্নয়ন সম্ভব। এসব মানুষকে পিছন রেখে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই আসুন দেশের বিত্তবান সহ সকলেই এদের পাশে দাঁড়াই দেশের অর্থনৈতিক কর্মকান্ড এদেরকে অংশীদার করে নেই।