মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধঃ নীলফামারীর ডিমলায় গত শুক্রবার গাছ কাটতে গিয়ে সাদেকুল নামের এক গাছ কাটা শ্রমিকের গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। নি’হতের খবর পেয়ে ঐদিন গভীর রাতে তার বাড়িতে ছুটে যান নীলফামারী জেলা জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি নিহতের পরিবারকে কিছু আর্থিক সহয়তা করেন।এছাড়াও তিনি নিহত সাদিকুলের ১২ বছরের মেয়ে ও ৭ বছর বয়সি ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।
নি’হত সাদিকুল ইসলাম ছিলেন ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডিমলা উপজেলা পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের লুৎফর রহমানের পুত্র মিলনের মিলনের বাড়ির পিছনের ইউক্লিপটাস গাছ কাটার প্রস্তুতিকালে গাছের ডালপালা কাটার জন্য গাছে উঠে, গাছের ডাল কর্তন করার সময় কোঠার এসে সাদিকুলের বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতে চোট লেগে পা থেকে আঙ্গুলটি বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় সাদিকুল গুরুতর আহত হয়ে গাছের নিচে পড়লে মাথায় আঘাত পেয়ে বটনাস্থলে মৃত্যুবরন করেন।