কে এম সোহেব জুয়েল ঃ সৈয়দ মিজানুর রহমান বরিশালের আগৈলঝাড়া থানার গৈলা ইউনিয়নের মধ্য সিহী পাশা গ্রামের মৃত সৈয়দ আঃ খালেকের পুত্র। তিনি যুগ্ম সচিব থেকে পদন্নোতি পেয়ে অতিরিক্ত সচিব পদে উন্নিত হয়েছেন।
তিনি ১৯৮০ সালে সরকারি গৌরনদী কলেজ থেকে বোর্ডে স্টান্ড ও ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে উত্তিন্ন হন। চাকুরি কালীন সময়ে তিন জেলার ডিসি ও বাংলাদেশ লোক প্রশাসনে পরিচালক এবং বিভিন্ন মন্ত্রণালয়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ২০২৪ ইং সালে অবসর যান তিনি।
আওয়ামী সরকারের সময চাকরি জীবনে কখনো অন্যায়কে মেনে না নিয়ে সততা ও ন্যায় পরায়নতায় সব সময় অটল থাকার করনে আওয়ামী সরকার থাকাকালীন সময় তার ভাগ্যের পদোন্নতি মেলেনি।
অন্যায়ের সাথে আপোষ করেন নাই বলে চাকুরি ক্ষেত্রে পদোন্নতি দিক থেকে পিছিয়ে ছিলেন মিজানুর রহমান মিজান।
বাংলাদেশে চাকুরিরত সরকারি অফিসারদের মধ্যেই অনেকেই সৎ ও আদশ্যবান অফিসার হিসেবে তাকে চিনেন ও জানেন। বর্তমান সরকার গত ৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং সৈয়দ মোঃ মিজানুর রহমান মিজানের সততা, ন্যায়পরনতা, যোগ্যতার মাপ কাঠির কথা চিন্তে করে জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পদে পদন্নোতি করা হয়েছে বলে জানিয়েছেন মিজানুর রহমান মিজান ও তার পরিবারের লোকজন।
এ বিষয় আগৈলঝাড়া বাসী বর্তমান সরকারের বিচেক্ষনাতাকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ সহ চীর কৃতজ্ঞতা জানিয়েছেন।