মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধি:: জাগো বাহে-তিস্তা বাঁচাই, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে বিএনপি সহ বিএনপির সমোমনা দলগুলো । এ উপলক্ষ্যে নদীর তীরবর্তী।ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন হ্যালিপোর্ট মাঠে ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে হাজার হাজার জনতা ও বিএনপি’র ও সমমনা দলের নেতৃবৃন্দ সমবেত হতে থাকে। সাধারণ জনতা সহ বিএনপি ও সমমনা দলের সহশ্রাধিক মানুষের আন্দোলন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভার্চুয়ালি যোগদিয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে শুরু হওয়া জাগো বাহে তিস্তা বাছাই, আন্দোলন কর্মসূচি বুধবার সকাল ছটা পর্যন্ত চলার ঘোষণা দেন বিএনপির নেতৃবৃন্দ। সোমবার ১৭ ও আগামী কাল ১৮ ফেব্রুয়ারি রাতে দিনে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে,জনসমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত শনিবার বিকেল থেকে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেতে শুরু করেছে। তিস্তা পাড়ের সবগুলো চর পানিতে তলিয়ে গেছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজ কর্তৃপক্ষ ব্যারেজের ছয়টি জল কপাট খুলে দেয়। শনিবার সন্ধ্যা ৬ টায় তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে, ব্যারেজ পয়েন্টে ৫০ দশমিক ১০ সেন্টিমিটার। (স্বাভাবিক পানির প্রবাহ ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)এর পর থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করে। জাগো বাহে তিস্তা বাছাই স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং ডালিয়া তিস্তা ব্যারেজ সহ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারীর সহ ৫ জেলার এগারো পয়েন্টে নানা কর্মসূচি পালন করছে তিস্তানদী পাড় বাসীর সাথে একত্মতা ঘোষণা করে এবং তাদের দাবির সমর্থন করে বিএনপি ৪৮ ঘন্টার কর্মসূচি পালন করছে বিএনপির সমমনা দলগুলো । লালমনিরহাট জেলার জিয়া সেতুর পাশে সোমবার ৪৮ ঘন্টার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন অনুষ্ঠানটি এলইডির মাধ্যমে ৫ জেলার সব পয়েন্টে একযোগে সম্প্রচার কর হয় । এ উপলক্ষে তিস্তা ব্যারেজ সংলগ্ন হ্যালিপোট মাঠে বিশাল তাবু সাঁটিয়ে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। আন্দোলনের কর্মসূচি সমাবেশে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদ বদিউজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন,নীলফামার জেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন সরকার প্রমূখ। সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) রাতে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি’র মিডিয়া ছেলের সদস্য খাইরুল কবীর খান সংবাদকে এ তথ্য জানান। আন্দোলন সচল বেগবান রাখার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এর মধ্যে রয়েছে নাটক,জারি গান, যাত্রাপালা,গম্ভীরা গান পরিবেশন এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য সম্প্রচার। অবস্থান কর্মসূচিতে তিস্তা ব্যারেজ সংলগ্ন গোটা হ্যালিপেট জুড়ে শতাধিক তাবু সাটানো হয়েছে রাত অবস্থানের জন্য । এ কর্মসূচির মাধ্যমে আগামী দিনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে ভারতকে চাপে রাখতে কার্যকরী ও অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন আন্দোলনকারীরা