গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা ঠেকাতে যায়। ছাত্রদের অভিযোগ, এ সময় স্থানীয় আওয়ামী লীগের হামলায় গুরুত্বর আহত হন আবুল কাশেম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) ৯টায় আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদ ও আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নীলফামারী জেলা কমিটির জেলা আহ্বায়ক মেহেদী হাসান আশিক এর নেতৃত্বে মিছিলটি শহরের শহিদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন এবং দলটির বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। এ ছাড়া কুরিগ্রাম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে,খুলনা ও গাজীপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।