নিজস্ব প্রতিবেদক : খুলনায় সড়কে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম চালিয়েছে খুলনা সিটি কর্পোরেশন(কেডিসি)।আজ ৬ মার্চ সকালে নগরীর রুপসা মোড়, খানজাহানআলী রোড, ময়লাপোতা ও নিরালা মোড় পর্যন্ত এ অপসারণ কার্যক্রম চালানো হয়। অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্না। অভিযানে রুপসা মোড়ে ফুটপাত দখল করে মাংস বিক্রয়ের অপরাধে মো: মোস্তফাকে ১ হাজার টাকা এবং ময়লাপোতা মোড়ের ফলের দোকানদার সোহাগকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানকালে সড়ক ও সড়কের ফুটপথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ কেএমপির পুলিশ সদস্যগন অপসারণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন। জনসার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।